এবার উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক :>>>>
মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে অনেক আক্রমণ করেও ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। তবে ব্যবধান যত ছোটই হোক, জয় মানেই আত্মবিশ্বাস, এগিয়ে চলার অনুপ্রেরণা। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে আত্মবিশ্বাসী বাদশা-জাফর ইকবালদের সামনে এবার শক্তিশালী উজবেকিস্তান। তাজিকিস্তানের হিশোর শহরের সেন্ট্রাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে লড়াই।
টুর্নামেন্টে এ পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স ভালোই। প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মালদ্বীপকে হারিয়ে পেয়েছে তিনটি মূল্যবান পয়েন্ট। আজ জিতলে তো কথাই নেই, ড্র করলেও মূল পর্বের আশা বেঁচে থাকবে। দুটি করে ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে আপাতত ‘বি’ গ্রুপের শীর্ষে উজবেকিস্তান। বাংলাদেশ আর তাজিকিস্তানের সংগ্রহ সমান, ৪ পয়েন্ট।
আজ লাল-সবুজের দলের প্রধান লক্ষ্য অবশ্য ড্র। কোচ মাহবুব হোসেন রক্সি ভালো মতোই জানেন, উজবেকিস্তান কতটা শক্তিশালী। কোচ তাই ডিফেন্স জমাট রেখে পাল্টা আক্রমণে উজবেক-বধের মন্ত্র দিচ্ছেন শিষ্যদের, ‘উজবেকিস্তান সব দিক দিয়েই আমাদের চেয়ে এগিয়ে। আমাদের লক্ষ্য, প্রতিপক্ষকে আটকে রেখে পাল্টা আক্রমণে যাওয়া। খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। উজবেকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য আছে তাদের।’
মালদ্বীপকে ইনজুরি সময়ের গোলে হারিয়েছে বাংলাদেশ, আর দ্বীপ দেশটিকে উজবেকিস্তান উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। এই তথ্যেই পরিষ্কার, বাংলাদেশ আর উজবেকিস্তান দলের মধ্যে কতটা ব্যবধান। বাস্তবতা মেনে নিয়ে রক্সির উপলব্ধি, ‘উজবেকিস্তান ম্যাচ মোটেও সহজ হবে না। আমাদের লক্ষ্য অন্তত এক পয়েন্ট। তাহলেই মূল পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে।’
উজবেকিস্তান শুধু অন্যতম ফেভারিট নয়, টুর্নামেন্টে তাদের রেকর্ডও খুব ভালো। চারবার সেমিফাইনালে উঠেছে তারা, একবার হয়েছে রানার্সআপ। ২০১৫ সালে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ চার গোলে হেরেছিল উজবেকদের কাছে।
তবু প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে শিষ্যদের অনুপ্রাণিত করতে চাইছেন রক্সি, ‘ছেলেরা প্রমাণ করেছে, ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ের সামর্থ্য আছে তাদের। আগের দুই ম্যাচেই তারা দারুণ লড়াই করেছে। আশা করি, উজবেকিস্তান ম্যাচেও ছেলেদের লড়াকু মানসিকতা দেখা যাবে।’
খেলোয়াড়দের জন্য উপদেষ্টা কোচ অ্যান্ড্রু ওর্ডের পরামর্শ, ‘উজবেকিস্তান যে ভালো দল, তাতে কোনও সন্দেহ নেই। ওদের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে। ভালো খেলতে পারলে ইতিবাচক ফল আসা সম্ভব।’
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com