টস জিতে ফিল্ডিংয়ে খুলনা টাইটানস

স্টাফ রিপোর্টার:>>>>
মঙ্গলবারের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। ফলে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে রাজশাহী কিংস।
খুলনার একাদশে পরিবর্তন এসেছে দুটি। ধীমানের জায়গায় ঢুকেছেন জুনায়েদ খান। রাজশাহীর পরিবর্তন এসেছে চারটি। ডোয়াইন স্মিথ, ড্যানিয়েল বেল, জেমস ফ্র্যাঙ্কলিন ঢুকেছেন দলে।
তিন দিন বিরতি দিয়ে ফের মাঠের লড়াইয়ে নামছে খুলনা টাইটানস। এবার মাহমুদউল্লাহদের সামনে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই তারা। হারের বৃত্তে বন্দি রাজশাহী মঙ্গলবার দুপুরের ম্যাচটি জিততে মুখিয়ে আছে। ৬ ম্যাচে দুটিতে জিতেছে রাজশাহী। খুলনার বিপক্ষে হেরে গেলে সেরা চারে থাকার হিসাবটা আরও কঠিন হয়ে যাবে তাদের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী ও মাছরাঙা টেলিভিশন
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com