চীনা বিনিয়োগ পেল ইকুরিয়ার

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৭ পিএম, ২৪ আগস্ট ২০১৯

ই-কমার্স ভিত্তিক লজিস্টিক্স কোম্পানি ইকুরিয়ার, তাদের গৌরবময় অগ্রযাত্রায় বিনিয়োগ প্রাপ্তির একটি নতুন ধাপ সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। হংকং ভিত্তিক একটি প্রাইভেট ইক্যুইটি গ্রুপ থেকে প্রাপ্ত এই বিনিয়োগের পর বাংলাদেশি স্টার্টআপ ই-কমার্স কুরিয়ার সেবা ইকুরিয়ারের মূল্যায়ন করা হয়েছে ৩০০ কোটি টাকা। ২০১৫ সালে মাইন্ড ইনিশিয়েটিভ এর কাছ থেকে প্রাথমিক বিনিয়োগ পায় কোম্পানিটি।

ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল বলেন, ‘নতুন বিনিয়োগ পাওয়ায় ঢাকার বাইরে পণ্য পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক বিস্তৃত করা ছাড়াও উন্নত ওয়্যারহাউস সুবিধা বাড়ানো হবে এবং তা করা হবে অবকাঠামো ও প্রযুক্ত খাতে বিনিয়োগের মাধ্যমে। এছাড়া কার্যক্রমের ভৌগোলিক পরিসীমা বাড়ানো, আস্থা অর্জন এবং কাজের দক্ষতায় উন্নয়ন ঘটাতে এ বিনিয়োগ ব্যবহার করা হবে। আমরা এটাও নিশ্চিত করতে চাই যে, প্রাপ্ত বিনিয়োগ সুবিধা আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের শেয়ার করবো এবং সেরা মানের সেবা দিয়ে যাব’।

ইকুরিয়ার ২০১৫ সালে লজিস্টিক্স সেবা প্রদানকারী হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে অনলাইন মাধ্যমে বেশকিছু পণ্য ও সেবা প্রদান করে যাচ্ছে। অনলাইন সুবিধা চালু, চালান ব্যবস্থাপনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আন্তঃশহর পণ্য ডেলিভারি সুবিধা, এক্সপ্রেস পণ্য পরিবহন সেবা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য রিটার্ন সুবিধা রয়েছে ইকুরিয়ারে।

ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং ১,০০০ এরও বেশি ইউনিয়নে সেবা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে অন্য কেউ পৌঁছাতে পারে নি, এমন সব জায়গায় সেবা প্রদানের মাধ্যমে কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

৩৫০ এরও অধিক কর্মী নিয়ে সারাদেশে ৫,০০০ এরও বেশি সরাসরি অংশীদারদের সেবা প্রদানের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ অগ্রগতির দেখা পাচ্ছে ইকুরিয়ার।

জিএসনিউজ/এমএএইচএ/এমএআই

আপনার মতামত লিখুন :