বাজারে আসছে উড়ন্ত গাড়ি!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে জাপানে পরিবহন খাতে যুক্ত হতে যাচ্ছে উড়ন্ত গাড়ি। এমনই এক প্রকল্পের পরীক্ষা চালায় জাপান। আগামী বছরেই উড়ন্ত গাড়ি বাজারজাতে কাজ করছে এর উৎপাদক প্রতিষ্ঠান কার্টিভেটর। প্রযুক্তিগত সংস্কারের পাশাপাশি সেবার মানোন্নয়নও থাকছে এই গাড়িতে।

সড়কে চাপ কমাতে উড়ন্ত গাড়িকেই প্রধান সমাধান হিসেবে দেখছে উন্নত বিশ্ব। আর তাই তো, এ প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো। ২০১৮ সালের শেষ থেকে এখন পর্যন্ত উড়ন্ত গাড়ির পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠান।

কার্টিভেটরের প্রধান নির্বাহী, তোমোহিরো ফুকুজাওয়া জানান, প্রাথমিকভাবে এ গাড়িতে বৈদ্যুতিক ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। তাই লম্বা সময় ধরে উড়তে পারছে না। এখন উড়ন্ত গাড়ি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়ায়ই আমাদের বড় চ্যালেঞ্জ। একই সাথে নিরাপত্তা ইস্যুতেও গুরুত্ব দেয়া হচ্ছে।২০২০ সালের মধ্যে বাজারজাতের লক্ষ্যে উড়ন্ত গাড়ি নির্মাণ করা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে রপ্তানির জন্যও প্রস্তুত হবে এ গাড়ি।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :