গুগল এ্যাডসেন্স, অনলাইন ক্যারিয়ার গড়ার অন্যতম শ্রেষ্ঠ উপায়

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৩ পিএম, ০৬ জুন ২০১৭

জিএস নিউজ ডেস্ক:>>>>

গুগল এ্যাডসেন্স কি?
গুগল এ্যাডসেন্স সার্চ ইঞ্জিন গুগলের একটি এ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। এ্যাডসেন্সের মাধ্যমে উপার্জনের জন্য নিজস্ব একটি ওয়েব সাইট/ব্লগিং সাইট থাকতে হবে। ফ্রি ওয়েব সাইটের মাধ্যমেও এ্যাডসেন্স দিয়ে উপার্জন করা সম্ভব।

এ্যাডসেন্সে আয়ের পরিমানঃ
এটা নির্ভর করে আপনার ব্লগিং পরিকল্পনা, এ্যাডসেন্সে দক্ষতা, এসইও/অনলাইন মার্কেটিং এ আপনি কতটা দক্ষ ইত্যাদি বিষয়ের উপর। তবে গুগল এ্যাডসেন্সে আয় হতে পারে মাসে ২০০, ৫০০, ১০০০ ডলার বা তদূর্ধে।

নিচের ভিডিওতে দেখুন– কিভাবে সহজেই এ্যাডসেন্স এর মাধ্যমে ঘরে বসেই উপার্জন করা যায়


গুগল এ্যাডসেন্সে ক্যারিয়ার গড়ার জন্য কি কি শিখতে হবে?
কম্পিউরের ব্যাসিক বিষয়গুলো জানতে হবে। অতঃপর ধারাবাহিকভাবে শিখতে হবে
১. গুগল এ্যাডসেন্স ও ব্লগিং (নিয়মাবলীর জন্য)
২. ওয়েব সাইট পোষ্টিং/মেইনটেনেন্সের জন্য শিখতে হবে ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস।
৩. ব্লগ পোষ্টিং এর জন্য ইমেজ এডিটিং প্রয়োজন, এজন্য শিখতে হবে গ্রাফিক্স ডিজাইন।
৪. ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির জন্য শিখতে হবে SEO ও অনলাইন মার্কেটিং (ফেসবুক, ইউটিউব ইত্যাদি)

>> কিভাবে ঘরে বসেই শিখতে পারবেন?
উপরোক্ত প্রেক্ষাপটে গুগল এ্যাডসেন্স ক্যারিয়ার উপযোগী ৬টি বিশেষ ভিডিও লার্নিং প্যাকেজ নিয়ে এসেছে আল-হেরা মাল্টিমিডিয়া। ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে ঘরে বসেই হতে পারেন দক্ষ এ্যাডসেন্স প্রফেশনাল। এছাড়া, টিউটোরিয়ালগুলো ফলো করে অনলাইন আউটসোর্সিং মার্কেটপ্লেসেও আপনি কাজ করতে সক্ষম হবেন।

 

আপনার মতামত লিখুন :