কালিগঞ্জের আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে বিদ্যালয়ের চত্তরে স্কুলের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্ণীতি প্রতিরোধ কমিটির ইউনিয়ন সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মনজুর লুতফর রহমান। শিক্ষক ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দুর্ণীতি প্রতিরোধ কমিটির ইউনিয়ন সেক্রেটারী এম হাফিজুর রহমান শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বে-সরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এর নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আমিন, শিক্ষিকা সুচারীতা রাণী দেবনাথ, শিক্ষক শেখ আবু হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ডাঃ বিশ্বজিত সরদার, আব্দুল করিম তরফদার, রুহুল আমিন গাজী, শিক্ষক খায়রুজ্জামান ও শিক্ষার্থী শাওন আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য যে, আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলটি ১৯৯৯ সালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র চৌমুহনীতে স্থাপীত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ হিতৈশী ও গুনীজন ব্যাক্তিত্ব আলহাজ্ব মনজুর লুতফর রহমান ও তার সহধর্মিনী মিসেস আছিয়া রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং আর্থিক সহায়তায় অদ্যবধী সুচারুভাবে চলমান আছে। প্রথমে মাত্র ২৯ জন শিক্ষার্থী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে ২’শ ৬৮ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। প্রতিবছর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় দিবস পালন, মা সমাবেশ এবং বার্ষিক শিক্ষা সফর হয়ে আসছে। স্কুলটিতে বর্তমানে ১০ জন শিক্ষক, শিক্ষিকা ও ৬ জন কর্মচারী চাকুরীরত আছেন।

আপনার মতামত লিখুন :