এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দিন : মুবশ্বির

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক:>>>

আসন্ন একাদশ জাতিয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ-৩ আসনের গনঐক্য’র প্রার্থী সৈয়দ শাহ্ মুবশ্বির আলী দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দ পুর বাজারে গন-সংযোগ বলেন, আমি নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য প্রার্থী হইনি। আমি এই এলাকার সন্তান হিসেবে সেবা করার জন্য আসন্ন জাতিয় একাদশ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি বিগত দিনেও সুনামগঞ্জ-৩ আসনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে আমার নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব।
কারন সুনামগঞ্জ-৩ আসনে এখনও বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ও বর্ষা মৌসুমে পানি ভরাট হয়ে যোগাযোগ বিচিন্ন হয়ে পড়ে এসমস্ত অনেক কাজ পড়ে আছে। নির্বাচনের আগে সবাই ওয়াদাবধ্য হয়ে যান কিন্তু নির্বাচিত হওয়া পর আর এই কাজগুলো হয়না। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতে চাই আমি এই এলাকার সন্তান তাই আপনাদের কাছে আমি চাইতে পারি সে অধিকার আমার আছে, আগামী ৩০ ডিসেম্বর আপনারা আমাকে হারিকেন মার্কায় ভোট দিয়ে অন্তত একবার হলেও এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দিন। আশা করি অতীতে যারা নির্বাচিত হয়ে কাজ করেননি সেটার বিপরীত আমি দেখিয়ে দিতে পারব।

আপনার মতামত লিখুন :