সাতক্ষীরায় ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত
সাতক্ষীরা ব্যুরো চীফ::>>>
“গাহি সাম্যর গান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে ‘সম্প্রীতি বাংলাদেশ’ সংগঠনের আয়োজনে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহবায়ক বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) এ.কে মোহাম্মদ আলী শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মানবাধিকার সংগঠক আরামা দত্ত , প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, মন্দির সমিতির সভাপতি বিশ্বজিত ঘোষ প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন ।
বক্তারা এ সময় আগামী সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান এবং নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



