নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল শুরু

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও সেনাবাহিনী টহল দেয়া শুরু করছে। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এর আগে তারা রবিবার রাতে তারা সাতক্ষীরা স্টেডিয়াম, যুব উন্নয়ন অধিদপ্তর ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অবস্হান নিয়েছে। এছাড়া সাতক্ষীরার সাতটি উপজেলা সদরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে  তারা ক্যাম্প স্থাপন করছে।
যশোর ৫৫ পদাতিক ডিভিশন থেকে ৭০০ সেনা সদস্য সাতক্ষীরা জেলায় এসেছেন বলে জানা গেছে। নির্বাচন স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার এস.এম মোস্তফা কামাল। এদিকে, মঙ্গলবার জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৈঠক হবে বলে জানা গেছে।
অপরদিকে, সেনা টহল শুরু হওয়ায় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটা কমবে বলে জানান সাধারন ভোটাররা।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার থেকে সারাদেশ মাঠ থাকবেন সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ, বিজিবি ও বিমানবাহিনী) সদস্যরা। রবিবার দিবাগত মধ্যরাত থেকেই তাদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালনের জন্য মাঠে নামার নির্দশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :