এমপি রবিকে বিজয়ী করার আহবান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ানের
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সদর -০২ আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি আবু জাফর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল করিম, মীর ওমর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সদর আসনে এমপি রবি আছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এমপি রবিকে আবারও বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বারী । অপরদিকে সন্ধ্যায় পৌরসভার ০৫ নং ওয়ার্ডের মেঝো মিয়ার মোড় এলাকায় পৌর ০৫ নং ওয়ার্ড কৃষকলীগের আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন এমপি রবি। এসময় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



