আশাশুনিতে নৌকার পক্ষে মতবিনিময় সভা
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন উপজেলা চেয়ারম্যানের বাসভবন চত্বরে আ’লীগ মনোনীত প্রার্থী ডাঃ রুহুল হকের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ মাষ্টার আব্দুস সাত্তার সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আমি গর্ব বোধ করি। যার ফলশ্রুতিতে আমি দু’দুবার উপজেলা চেয়ারম্যান, আমার সহোদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এমনকি আমার আহবানে বিগত সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে আশানুরুপ ভোট প্রদান করেছেন।
আগামী সংসদ নির্বাচনেও উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও নৌকা প্রতিকে আশানুরুপ ভোট প্রদানের আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সম্পাদক এসএম আহসান হাবিব, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, ইউপি সদস্য শফিকুল ইসলাম খোকন, হাফেজ রবিউল ইসলাম, ফজলুল হক গাইন, মতিয়ার রহমান, সাবেক মেম্বর নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ফকির মো. মহিউদ্দিন সরদার, হাফেজ কামরুল ইসলাম, ভবেন্দ্র নাথ, সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ।



