লটারীর মাধ্যমে ভর্তি নিলেন ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল
স্টাফ রিপোর্টার:>>>
ফেনী শহরের স্বনামধন্য শিশু শিক্ষালয় ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে ২০১৯ শিক্ষা বর্ষের ভর্তি
কার্যক্রম লটারির মাধ্যমে সুধিজন ও অভিভাবকদের উপস্থিতে ২৩ ডিসেম্বর রবিবার সম্পর্ণ হয়।
লটারী কার্যক্রম পরিচালনা করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) সুজন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফতুজ আরা, পরিচালনা কমিটির সদস্য সাইফুর
রহমান সাইফু, শহিদ উল্যাহ হাজারী, সহকারী শিক্ষক রবিউল আউয়াল ও ইফতেখার আহমেদসহ সকল
শিক্ষক শিক্ষিকাবৃন্দ।



