সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুলের শীত বস্ত্র বিতরণ
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম’র উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মুনজিতপুরস্থ আঞ্জুমান মুফিদুল ভবনে আঞ্জুমান মুফিদুল ইসলাম’র সাতক্ষীরার সাধারণ সম্পাদক অবঃ অধ্যক্ষ প্রফেসর মো.খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম’র জেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আব্দুল মুজির, এম.এম মজনু, প্রফেসর নওশের, জিয়াউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, প্রফেসর রফিউদ্দিন প্রমুখ। এসময় শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



