ভোটাধিকার প্রয়োগে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করার আহবান
সুনামগঞ্জ প্রতিনিধি:>>>
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, নিরাপদে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন এখনো মাঠে সকল দলের প্রার্থীদের জন্য সমতল ভূমি তৈরী না হওয়াতে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বিঘেœ প্রচার প্রচারণা চালাতে পারছেন না বলে ও তিনি অভিযোগ করেন।
আজ মঙ্গলবার দুপুর ২ঃভড সুনামগঞ্জ পুরাতন বাসট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি আনিসুল হক, মোঃ আব্দুল হক,আ ত ম মিসবাহ,নাসিম উদ্দিন লালা,আবুল কালাম,কালার চানঁ ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দরা।



