সাতক্ষীরায় শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পলাশপোলস্থ স্কুল প্রাঙ্গণে শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র হেড ম্যাডাম রেশমা খাতুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র উপদেষ্টা শামীম আক্তার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র শিক্ষক শাহিদা খাতুন, পারভীন সুলতানা, চায়না খাতুন, আম্বিয়া খাতুন, আসমাউল হুসনা প্রমুখ। এসময় শাপলা কুঁড়ি বিদ্যানিকেতন’র ২০১৮ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



