পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরায় আটক-৭৯

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারায়া থানা থেকে ১১ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ৪ জন, আশাশুনি থানা থেকে ১০ জন, দবহাটা থানা থেকে ১০ জন ও পাটকলঘাটা থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধ নাশকতাসহ বিভিন্ন অভিযোগ মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :