সাতক্ষীরার চারটি আসনের ৫৯৭কেন্দ্রের মধ্যে ৪৯০টি ঝুঁকিপূর্ণ,সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফঃ>>>>
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের ন্যায় এবারও জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ৪৯০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে কাজ শুরু করেছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত করে।
সূত্রে জানায়, সাতক্ষীরা-১ আসনের ১৬৮ টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তালা উপজেলার ৯৩ টির মধ্যে ৩৩ টি ও কলারোয়া উপজেলার ৭৫ টির মধ্যে ৬৯ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭ টি কেন্দ্রের মধ্যে ১২৭ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাতক্ষীরা-৩ আসনের ১৫৩ টি কেন্দ্রের মধ্যে ১২৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে আশাশুনি উপজেলার ৮৫ টির মধ্যে ৬৫ টি, দেবহাটা উপজেলার ৪০ টির মধ্যে ৩৭ টি ও কালিগঞ্জ (আংশিক) উপজেলার ২৮ টির মধ্যে ২৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
সাতক্ষীরা-৪ আসনের ১৩৯ টি কেন্দ্রের মধ্যে ১২০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শ্যামনগর উপজেলার ৮৯ টির মধ্যে ৭৪ টি ও কালিগঞ্জ (আংশিক) উপজেলার ৫০ টির মধ্যে ৪৬ টি ঝুঁকিপূর্ণ।
সাতক্ষীরা জেলা পুলিশের ডিআই-১ আলী আজম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে এবং জনগণের সুরক্ষায় জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার গ্রাম পুলিশের সমন্বয়ে সাত স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক কেন্দ্রে পুলিশের দু’জন সদস্য এবং ১২জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। উপজেলা সদরে ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্সের একটি টিম এবং প্রতি তিন ইউনিয়নের সমন্বয়ে পুলিশ পৃথক ভ্রাম্যমাণ টিম টহল দেবে। এছাড়াও বিজিবি, র্যাব, সেনা সদস্যের আলাদা পার্টি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলেও জানা তিনি।



