কালিগঞ্জে ৩৯৩টি বুথ ঘেরা লাল সবুজের কাপড়ে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফঃ>>>>>
সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ৫০ টি ভোট কেন্দ্রের ৩৯৩ টি বুথে ভোট গ্রহন হবে। বুথগুলি লাল সবুজের কাপড় দিয়ে ঘেরা হচ্ছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সরদার মোস্তফা শাহিন এ প্রতিনিধিকে জানান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর আর এই বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে ভোট অনুষ্ঠানের জন্য ভোট কেন্দ্রের প্রতিটি বুথ লাল সবুজের কাপড় দিয়ে বুথ ঘেরা থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে। এদিকে নির্বাচনের জন্য শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলা মাঠে ভোট কেন্দ্র গুলিতে আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত পুলিশ অানসার, ভিডিপি, গ্রাম পুলিশ (চৌকিদার) সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা মাঠে সমাবেত হন।

এসময় তাদের উদ্দেশ্যে কথা বলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ও ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হাসান। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং কলিং  ককর্মকর্তাবৃন্দ কালিগঞ্জ থেকে নির্বাচনী সরমজাম নিয়ে ভোট কেন্দের উদ্দেশ্যে রওনা হন। এদিকে নির্বাচনি সময়ে আইনশৃঙ্খলা সার্বিক প্রস্থিতি নিয়ন্ত্রন এবং ভোট কেন্দ্রের সার্বিক পর্যাপেক্ষন এবং তদারুকির জন্য ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করবে , পাশাপাশি সার্বিক বিষয়ে তথ্য ও যোগাযোগের জন্য উপজেলায় তথ্য কেন্দ্র সেলস খোলা হয়েছে।

আপনার মতামত লিখুন :