সাতক্ষীরার চারটি আসনের সবকটিতেই মহাজোট প্রার্থীদের জয়

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফঃ>>>

সাতক্ষীরার চারটি আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীরা সবকটিতেই বিপুল ভোটে বেসরকারিভাবে জয় লাভ করেছে। সাতক্ষীরার চারটি আসনে বেসরকারিভাবে জয় লাভ করেছে তারা হলেন- সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) ডা. আফম রুহুল হক এবং সাতক্ষীরা ৪ আসনে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) এসএম জগলুল হায়দার।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার এসএম মোস্তফা কামাল এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সাতক্ষীরা ১ আসনে (তালা- কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৩২ হাজার ৬৩ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৪৫৫ ভোট।

সাতক্ষীরা ২ আসনে (সাতক্ষীরা সদর) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৫ হাজার ৬১১ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৭১১ভোট।
সাতক্ষীরা ৩ আসনে ( আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা: আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩লাখ ৩হাজার ৬৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৭১ ভোট।
সাতক্ষীরা ৪ আসনে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার নৌকা প্রতীক নিয়ে ২লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজি নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার চারটি আসনে ৫৯৭ টি কেন্দ্রে এবার ১৫ লাখ ৬০ হাজার ৩১৯ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭লাখ ৮১ হাজার ৫৩০ জন পুরুষ ভোটার ও নারী ভোটার ৭লাখ ৭৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে সাতক্ষীরা-২ (আসনে) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এই আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ২২জন বিভিন্ন প্রতীক নিয়ে তারা লড়েছেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপিরসহ মোট ৭জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে লড়েছেন। এই আসনের মোট ভোটার ৪লাখ ২৩ হাজার ০৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ১০ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ২লাখ ১২ হাজার ১৯৭ জন। সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপিরসহ মোট ৬জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে লড়েছেন। এই আসনের মোট ভোটার ৩লাখ ৬৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭৭ হাজার ২৯০ জন এবং নারী ভোটার ১লাখ ৭৮ হাজার ৯৭৮ জন। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩ জন লড়েছেন। এই আসনের মোট ভোটার ৩লাখ ৮৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৫হাজার ৪৮০ জন এবং নারী ভোটার ১লাখ ৯১৪ হাজার ৮১৩ জন। সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আওয়ামী লীগ ও বিএনপিরসহ মোট ৬জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে লড়েছেন। এই আসনের মোট ভোটার ৩লাখ ৯৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৭ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১লাখ ৯৫ হাজার ৮০১ জন।

আপনার মতামত লিখুন :