সাংবাদিক মেহেদি হাসান মারুফের উপর সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নিন্দা
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান মারফ সন্রাসী হামলায় গুরতর আহত হয়েছে। এদিকে সাংবাদিকের উপর পরিকল্পিত ভাবে এ হামলায় সাতক্ষীরা জেলা, শ্যামনগরর সাংবাদিকরা এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানায়। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত সাংবাদিক মারুফ কে দেখতে দৈনিক দৃষ্টিপাতর সম্পাদক জি,এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলার স্টাফ রিপার্টার কল্যান ব্যানার্জী, দৈনিক পত্রদুতের সম্পাদক লায়লা পারভীন সেজুতি, দৈনিক দৃষ্টিপাতের মফঃস্বল বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী শওকাত হাসন ময়না, সাংবাদিক আব্দুল গফুর সরদার তাকে দেখতে যান। এসময় সাংবাদিক বৃন্দ তার শারিরিক খোঁজ খবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান। অপরদিকে তার দ্রুত সুস্থতা কামনা এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন ও দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন ও দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন ও সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।



