কালিগঞ্জে নববর্ষে প্রধানমন্ত্রীর উপহার বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:>>>

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উপহার বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলা সদরে পাইলট বালিকা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শেখ ফজলুল হক মনি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :