ছুরিকাঘাতে ফতুল্লায় অটোচালক খুন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৭ এএম, ২৭ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি মিয়া নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লার কাশিপুর আদম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া (১৮) ওই এলাকার নাসির হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল আলম জানান, রাত সাড়ে ১২টায় বাড়ির কাছে অটোরিকশাচালক রাব্বি মিয়াকে অজ্ঞাত দুই যুবক পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন রাব্বি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আরও খোজখবর নেয়া হচ্ছে এবং অজ্ঞাত দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই ।

আপনার মতামত লিখুন :