বিশ্বকাপ জোয়ারে চাঙ্গা হতে শুরু করেছে রাশিয়ার অর্থনীতি
অনলাইন ডেস্কঃ>>>
আয়োজক দেশ রাশিয়ার অর্থনীতিতে জোয়ার এনেছে ফুটবল বিশ্বকাপ। এই আসরের আয়োজনে ইতোমধ্যে চাঙ্গা হতে শুরু করেছে দেশটির অর্থনীতি। ফুটবলপ্রেমীদের সেরা একটি আসর উপহার দিতে সরকার বিনিয়োগ করেছে চোখ বন্ধ করে। কোথাও কোনো কমতি রাখা হয়নি। সুনামের পাশাপাশি নিজেদের লাভের পাল্লাটা ভারী হবে এমনটাই প্রত্যাশা করছে দেশটির সরকার।
রুশ উপপ্রধানমন্ত্রী আর্কদি দেভোরকোভিচ জানিয়েছেন, বিশ্বকাপই এখন রাশিয়ার সব ধরনের আর্থিক প্রবৃদ্ধির প্রাণভোমরা। যদিও বিশ্বকাপ ছাড়া রাশিয়া এ সময়ে প্রবৃদ্ধির স্ফীতি দেখতে পেত না। দুই বছর নিম্নমুখী থাকার পর এবং পশ্চিমা নিষেধাজ্ঞা ও তেলের দাম বেড়ে যাওয়া সত্তে¡ও রুশ অর্থনীতি বিশ্বকাপের কারণে গত বছর দেড় শতাংশ প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে।
ধারণা করা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় ২ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। রুশ অর্থনীতিতে টানা ১০ বছর বাড়তি গতি সৃষ্টি করবে এবারের বিশ্বকাপ ফুটবল। এমনকি বিশ্বকাপ ফুটবল রুশদের অতিরিক্ত ব্যায়াম করতে উদ্বুদ্ধ করবে, মানুষ কম অসুস্থ হবেন এমন পূর্বাভাসও দেয়া হয়েছে।
অতীতের ইতিহাস বলে, ফুটবল বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বৈশ্বিক আসর সামনে রেখে আয়োজক দেশগুলো বড় পরিকল্পনা গ্রহণ করে। অর্থনীতির গতি বাড়ানো, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান, পর্যটন, ক‚টনৈতিক সম্পর্ক উন্নয়নসহ আরো অনেক ধরনের বিষয় এটির অন্তর্ভুক্ত থাকে। রাশিয়াও ব্যতিক্রম নয়। কয়েক বছর ধরেই বেশ টালমাটাল অবস্থায় থাকা অর্থনীতি বিশ্বকাপ উপলক্ষে কিছুটা চাঙ্গা করে নেয়ার চেষ্টায় রয়েছে পুতিন প্রশাসন। এ জন্য গত কয়েক বছর ধরেই দেদার অর্থ খরচ করছে দেশটি।
১১টি শহরের ১২টি স্টেডিয়াম প্রস্তুত করতেই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। যার মধ্যে ছয়টিই নতুন করে তৈরি করা হয়েছে। এর বাইরে আরো অসংখ্য অবকাঠামো নির্মাণ করেছে রাশিয়া। সব মিলিয়ে বিশ্বকাপ আয়োজনে দেশটি খরচ করেছে প্রায় ১১ বিলিয়ন ডলার। এসব কিছুরই উদ্দেশ্য হলো রাশিয়াকে বিশ্বের সামনে নতুন করে ইতিবাচকভাবে পরিচয় করে দেয়া; আর অভ্যন্তরীণ অর্থনীতিকে আরেকটু চাঙ্গা করে নেয়া।
এ ধরনের বৈশ্বিক আসরে গোটা বিশ্বজুড়েই বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বকাপ উপলক্ষে রাশিয়াও তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগের কোনো কমতি রাখেনি। পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন কেন্দ্রবিশিষ্ট শহরগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। নতুন করে নির্মাণ করা হয়েছে বিশাল সব অবকাঠামো। দেশটির শহরগুলোতে এখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সরব উপস্থিতি। তারা খেলা দেখছেন, আনন্দ-উল্লাস করছেন, সঙ্গে বিভিন্ন পর্যটন কেন্দ্রও ঘুরে দেখছেন। ফলে পর্যটন খাত চাঙ্গা হওয়ার পাশাপাশি এর থেকে মোটা অঙ্কের অর্থ আয়েরও আশা করছে রাশিয়া



