বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীর তালিকায় ৬৬ তম ঢাকা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০২ পিএম, ২৭ জুন ২০১৮

অনলাইন ডেস্কঃ>>>

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীগুলোর তালিকা প্রকাশ করেছে ‘মার্কার’ নামক একটি সংস্থা। ২০৯টি নগরীর সেই তালিকায় ঢাকার অবস্থান ৬৬ তম।

মার্কার বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়, ব্যয়বহুল নগরীর এই সূচক তৈরি করা হয় কোনো নগরীতে বিদেশিদের জীবনযাত্রার খরচের তুলনা করার জন্য। মোট ১০টি সামগ্রীর ব্যয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে আছে বাসস্থান, যাতায়াত, খাবার, বিনোদন থেকে শুরু করে নানা কিছুর দাম ও খরচ। যেমন: এক কাপ কফি, এক বোতল পানি, এক লিটার পেট্রোল বা এক লিটার দুধ।

 

 

সূচকে মানদণ্ড হিসেবে ধরা হয় নিউ ইয়র্ককে। আর খরচের হিসাব তুলনা করা হয় মার্কিন ডলার হিসেবে।

এসব খরচ বিবেচনায় নিয়ে বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী ধরা হয়েছে হংকংকে। দ্বিতীয় অবস্থানে আছে টোকিও। তিন থেকে পাঁচ নম্বরে আছে যথাক্রমে জুরিখ, সিঙ্গাপুর ও সওল।

 

গত বছর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ছিল এক নম্বরে। এবার তারা চলে গেছে ছয় নম্বরে। প্রথম ১০টি স্থানে আরও আছে সাংহাই, এনডজামেনা, বেইজিং ও বার্ন।

 

বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি নগরীর চারটিই আছে এশিয়াতে। চীনের বড় বড় শহরগুলোই আছে উপরের দিকে।

পুরো দক্ষিণ এশিয়ায় একমাত্র মুম্বাই (৫৫) আছে ঢাকার উপরে। দক্ষিণ এশিয়ার অন্যান্য নগরীগুলো ঢাকার অনেক পেছনে।

 

তালিকায় ইয়াঙ্গুন আছে ৯১ নম্বরে, দিল্লি ১০৩ নম্বরে, কলম্বো ১০৮, চেন্নাই ১৪৪, কলকাতা ১৮২, ইসলামাবাদ ১৯০ আর করাচি আছে ২০৫ নম্বরে।

আপনার মতামত লিখুন :