নিম্নমুখী সূচকে লেনদেনে গতি বাড়ছে
সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮৫৩ পয়েন্টে।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১১ পয়েন্ট।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে বেশি। গতকাল এ এই সময় পর্যন্ত লেনদেন হয় ৪১২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির। কমেছে ১৭৭টির। অপরিবর্তিত ৩৯টির দর।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, প্রভাতী ইনস্যুরেন্স, এশিয়ান ইনস্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইনটেক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার ২৪ কোটি টাকা।



