বরিশালে প্রথম চার দিনেই দুই কোটি টাকা কর আদায়

অনলাইন ডেস্ক :>>>>
বরিশালে আয়কর মেলার প্রথম চার দিনে ২ কোটি ১২ লক্ষ টাকা কর আদায় করা হয়েছে। কর আদায়ের পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৮শ’ ৯৪ জন করদাতা। নতুন ‘ই- টিন’ এর মাধ্যমে করদাতা হয়েছেন ২শ’ ১৭ জন। সহকারী কর কমিশনার (প্রশাসন) মেহেদী হাসান মাসুদ এ তথ্য জানান।
গত ১লা নভেম্বর (বুধবার) থেকে বরিশাল অশ্বিনী কুমার হলে শুরু হয়েছে সাত দিন ব্যাপী এই আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই মেলা চলবে।
মেহেদী হাসান মাসুদ বলেন, ‘গতবারের চেয়ে এবার আয়করদাতারা অনেক সচেতন হয়েছ্নে। এ কারণে এবার আয়কর মেলায় প্রচুর ভিড়। প্রথম চারদিনে আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৪১ হাজার ২শ’ ২৯ জনকে সেবা প্রদান করেছেন।’
বরিশাল কর অঞ্চল প্রধান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাহিদ হাসান জানান, মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন নতুন করদাতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার জন্য পুরাতন করদাতাদের ভিড় বাড়ছে।
তিনি আরও জানান, মেলায় ক্যাডেট কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে আয়কর রিটার্নসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।