জাবি শিক্ষক সমিতির নির্বাচন চলছে

নিজস্ব প্রতিবেদকঃ>>>
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
নির্বাচনে প্রায় ৫৫০ ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
এবারের নির্বাচন বিএনপিপন্থী শিক্ষকরা বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলই আওয়ামীপন্থীদের। একটি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সমর্থিত, অন্যটি সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির সমর্থিত।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার একেএম আবুল কালাম বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোট গণনা শেষে বিকালে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।