উচ্চ শিক্ষায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফেনীর কৃতি সন্তান

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৮ পিএম, ০৩ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ফেনীর কৃতি সন্তান ও ঢাকা প্রকৌশল-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র মর্তুজা হোসেন।২০১৬ সালে বাংলদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফলাফলধারী প্রত্যেক অনুষদের প্রথমস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী এ স্বর্ণপদক তুলে দেন।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) উদ্যেগে প্রধানমন্ত্রীর কার্যালয়েনদর শাপলা হল মিলনায়তনে দেশের ২ শ ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্নপদক প্রদান করা হয়। এদের মধ্যে ফেনীর কৃতি সন্তান মর্তুজা হোসেন শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত”প্রধানমন্ত্রী স্বর্ণপদক” গ্রহন করেছেন।

ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক এই ছাত্র ২০১১ সালে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট হতে ডিপ্লোমা সম্পন্ন করেন।তার এই সাফল্য পরিবারের সকল সদস্য বিশেষ করে তার বড় ভাই মোঃ মাসুদ হোসেন ও ছোট ভাই মোঃ মোজাম্মেল হোসেনের প্রতি উৎসর্গ করেন।

আপনার মতামত লিখুন :