ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ ছিলো ১ ঘন্টা!

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ এএম, ০৯ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে বেশ বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সিভিল সার্ভিস বিসিএস সহ সকল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কার দাবি করে রোববার ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ ছিলো ১ ঘন্টা। সেখানে অবস্থান নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

 

বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন ধরনের কোটা চালু আছে। শিক্ষার্থীরা বলছেন, সে সমস্ত কোটাকে কমিয়ে আনার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় তারা মহিপালে মিছিল ও সমাবেশ করছেন।

এছাড়াও ফেনী কলেজেসহ আরো বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন :