এফসিআইতে ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

ফেনী প্রতিনিধিঃ>>>

স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর অর্থায়নে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট’র (এফসিআই) উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ এবং ইফেক্টিভ কমিউনিকেশন’ বৃহস্পতিবার এফসিআই সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

 

 

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এফসিআই-এর অধ্যক্ষ মোহাম্মদ রেহান উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্কশপে অনুপ্রেরণামূলক প্রধান বক্তা হিসেবে ছিলেন কমিউনিকেশন এবং মোবিলাইজেশন বিশেষজ্ঞ জিল্লুর রহমান।

 

 

কমিউনিকেশন এবং মোবিলাইজেশন বিশেষজ্ঞ জিল্লুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ক্যারিয়ার প্লানিংয়ে সঠিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তব কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত একজন ব্যক্তির সঙ্গে তাঁর চিন্তাধারা ও কর্মপরিকল্পনার ভাববিনিময়ের মাধ্যমে ক্যারিয়ার প্লানিংয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। এফসিআইর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

 

ওয়ার্কসপে অধ্যক্ষ রেহান উদ্দিন সিভি রাইটিং, ইন্টারভিও স্কিল, লোকাল জব মার্কেট এবং ওয়ার্ল্ড জব মার্কেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করেন। তিনি ভবিষ্যত টেকনোলজি নিয়ে আলোচনা করেন।

 

 

ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন সিএসটি বিভাগীয় প্রধান আপরোজা জয়নব, ডিএনটি বিভাগীয় প্রধান আবদুল্যাহ আল মামুন, টিসিটি বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুবুল আলম, আরএস বিভাগীয় প্রধান দেবব্রত কুমার নাথ, ইন্সটাক্টর হেলাল উদ্দিন, ইন্সটাক্টর সাজ্জাদ আরেফিন, ইন্সটাক্টর নকিবুল হাসান, জুনিয়র ইন্সটাক্টর দুলাল হোসেন, ইন্সটাক্টর মজিদের রহমান, জুনিয়র ইন্সটাক্টর মোবারাহ আক্তার নীরা, জবপ্লেসমেন্ট অফিসার মোঃ ইউনুস, এফসিআই এর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :