নৌমন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার:>>>
সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবেলে নূর চালকদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে রাজধানী বিস্তিম এলাকায় মাঠ প্রশাসনের রাস্তা অবরোধ করে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে তারা এ সড়ক অবরোধ করেছে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্টেশন জাবাল নূর পরিবহনের বাসচাপায় দুজন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় পূর্ব ঘোষণা অনুযায়ী ফার্মগেট ওভারব্রিজের ছাত্রছাত্রীরা বসে পড়েন। যে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অবরোধ থেকে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবেলে নূর চালক দ্রুত বিচার ও ফাঁস দাবি ছাড়াও বেশ কয়েকটি দাবি করা হয়েছে।
দাবিসমূহ হল- নৌপরিবেশী মন্ত্রী সকল সংসদীয় কমিটি, মালিক-শ্রমিক ফেডারেশন ও মন্ত্রীর পদ থেকে অব্যাহতি, ক্ষতিগ্রস্ত সকল পরিবার ন্যায্য দাবি পূরণ, পেশাদার লাইসেন্স প্রদানের প্রচ্ছদ, সড়ক দুর্ঘটনায় সর্বাধিক শাস্তি ফাঁসী, বিগত দিন সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ওভারব্রিজ, সব ধরণের দলীয় আচরণ ত্যাগ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা, পরিবহন খাঁ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোচ্চ আইন প্রণয়ন, ক্ষতিগ্রস্তদের বাস্তবগত ক্ষতিপূরণ, গাড়ি ফিটনেস এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা।