আজকের মত কর্মসূচি স্থগিত,কাল থেকে শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩১ পিএম, ০১ আগস্ট ২০১৮

স্টাফ রিপোর্টার:>>> 

রাজধানীর বিমান মানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীরা আজকের কর্মসূচি স্থগিত করেছে, কাল থেকে ৭ দফা দাবিতে আবারও বিক্ষোভ করবে তারা।

আজ বুধবার বিকেল ৪ টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত রবিবার দুপুর ১২ টার দিকে।
ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব।

এই ঘটনায় এখন পর্যন্ত অহত হয়েছে ১৪ জন।

তারা সবাই বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আপনার মতামত লিখুন :