ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিবুল্লাহ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৯ পিএম, ১০ নভেম্বর ২০১৮

ফেনী প্রতিনিধিঃ>>>
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিবুল্লাহ কর্মদক্ষতা অভিজ্ঞতার প্রেক্ষিতে পদোন্নতি পেয়ে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

গত শনিবার দুপুরে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ রকিবুল্লাহকে যারা ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান তারা হলেন- ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সিএসটি বিভাগীয় প্রধান ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি’র ইনস্টিটিউট শাখার সভাপতি আফরোজা জয়নব, ডিএনটি বিভাগীয় প্রধান ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ’র ইনস্টিটিউট বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চিপ ইন্সট্রাক্টর (ননটেক) দেবব্রত কুমার নাথ, টিসিটি বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুব আলম, ইন্সটাক্টর হেলাল উদ্দিন, ইন্সটাক্টর আব্দুস সোবহান শামীম, জবপ্লেসমেন্ট অফিসার মোহাম্মদ ইউনুস, ইন্সটাক্টর সাজ্জাদ আরেফিন, ইন্সটাক্টর নকিবুল হাসান, জুনিয়র ইন্সটাক্টর দুলাল হোসেন, ইন্সটাক্টর মজিদের রহমান, মন্জু আহম্মদ, আব্দুল মালেক এফসিআই এর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া ফেনীর অন্যতম স্বনামধন্য সফটওয়্যার কোম্পানী গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ রকিবুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান।

 

এ সময় তিনি প্রতিষ্ঠানে সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :