নুরের সাথে কাজ করবে ছাত্রলীগঃ শোভন

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৬ পিএম, ১২ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিত সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের সাথে কাজ করবে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হলেও জয়লাভ করতে পারেননি।

শোভন বলেন, নুরুল হক নুরের সাথে কাজ করতে ছাত্রলীগের কোন সমস্যা নেই। ডাকসুতে তার সাথে কাজ করবে ছাত্রলীগের নির্বাচিত নেতারা। এসময় ছাত্রলীগের সাথে কাজ করার জন্য নুরুল হক নুরের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে ষোল কোটি মানুষ রয়েছে। সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। সবাইকে জায়গা করে দিতে হবে। সবাই আপন। মানুষকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের মন অনেক বড়।’ এসময় নেতাকর্মীদেরকে মিছিল অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি।

অভিভাবকদের সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকার আহবান জানিয়ে শোভন বলেন, ‘আমাদের অভিভাবকদের সাথে আমরা কখনো বেয়াদপি করতে পারি না। আমাদের সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে হবে।’

এসময় ভিসি চত্বরে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পাঁচ মিনিটের মধ্যে ওই স্থান ত্যাগের নির্দেশ দেন তিনি।

এর আগে সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে ভিপি পদে অস্বীকার করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রলীগের একাংশ। সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে

আপনার মতামত লিখুন :