এমন নির্বাচনে নিজেকে ভিপি পরিচয় দেয়া লজ্জাজনকঃ ডাকসু ভিপি

জিএসনিউজ ডেস্কঃ>>>
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পরিচয় দিতেও লজ্জাবোধ করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
তিনি ক্যাম্পাসলাইভকে বলেন, নানা অনিয়ম ও অভিযোগের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হয়েছে। এমন নির্বাচনে নিজেকে ভিপি পরিচয় দেয়া লজ্জাজনক। বুধবার ঢাবির ভিসি প্রফেসর আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এসব কথা বলেন নুর।
নুর বলেন, নির্বাচনে যথেষ্ট অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছি; কিন্তু তিনি বলেছেন, তিনি অসহায়। নির্বাচনের দিন অনিয়মগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।
ছাত্রলীগের কর্মীরা ভোটে দিয়ে আবার লাইনে লাইনে। তাদের চিহ্নিত করার সুযোগ ছিল না। ভিসির সঙ্গে সাক্ষাতের সময় নুরের সঙ্গে নির্বাচন বর্জন করা ৫ টি প্যানেলের ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
এর আগে আগামী শনিবারের মধ্যে বাতিল করার দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পাঁচ প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। সেখানে দাবির সমর্থনে বিভিন্ন ধরণের স্লোগান দেন তারা।
ভিপি প্রার্থী লিটন নন্দী ক্যাম্পাসলাইভকে বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আমরা মানিনা। এ ডাকসু আমাদের না। এ নির্বাচন আবার দিতে হবে। আমরা কেউ শপথ নিবো না।
ডাকসুর এজিএস প্রার্থী ফারুক হোসেন ক্যাম্পাসলাইভকে বলেন, ঢাবির একেকজন শিক্ষার্থী এক একটা স্ফুলিঙ্গ। এ স্ফুলিঙ্গ একবার জ্বলে উঠলে পুরো জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।
তিনি বলেন, ‘রোকেয়া হলের আপুদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা তিনদিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। নয়তো সকল শিক্ষার্থথীদের নিয়ে পুরো ঢাবি অচল করে দেয়া হবে।’
ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খাঁন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘বিতর্কিত নির্বাচন শনিবারের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ নির্বাচনের সাথে জড়িত সকল শিক্ষককে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
একই সাথে দল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন তিনি ওই ছাত্র নেতারা।