গনভবনের গাড়িতে নয় নিজেই গাড়ি ভাড়া করে গণভবনে গেলেন নুর

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৮ পিএম, ১৬ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে গিয়েছেন। ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গেলেও স্বতন্ত্ররাসহ ভিপি নুর উবারে গাড়ি ভাড়া করে গণভবনে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক আতাউল্লাহ।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো গাড়িতে গণভবন যাচ্ছেন নুর, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য দাবি করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতারা। হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫জনসহ ২৫৯ জন আজ গণভবনে গিয়েছেন।

এ ছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও গণভবনে যান। আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত নেতাদের সাক্ষাতের কথা রয়েছে।ডাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও ভিসি অধ্যাপক ড.মো আখতারুজ্জামান, দুই প্রো-ভিসি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে।বৃহস্পতিবার তাদের এ আমন্ত্রণ জানানো হয়।

আপনার মতামত লিখুন :