সোনাগাজীতে প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ এএম, ০১ জানুয়ারি ২০২০

ফেনী সোনাগাজীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ডেপুটেড) এস.এম. মোস্তফা কামাল এর বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

বিদায়ী সহকারী শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের সাফল্যের নানা বিষয়াদী উল্লেখ করে নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘প্রবীণ শিক্ষক মোস্তফা কামাল দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবন শেষ করে সম্প্রতি অবসর নিয়েছেন; তিনি এ অঞ্চলের মানুষের মাঝে জ্ঞানের আলো বিলিয়েছেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহম্মদ, সিনিয়ির সহ-সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাধারণ সম্পাদক গাজী হানিফ, ইউপি সদস্য সাহাব উদ্দিন, মন্নান মেলেটারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষিক মোস্তফা কামাল, তিনি বলেন, আমি আমার শিক্ষকতার শেষ জীবনের কিছু সময় এ বিদ্যালয়ে অতিবাহিত করেছি কিন্তু আজকে আমার খুবই কষ্ট লাগছে, আপনাদের সকলকে ছেড়ে চলে যেতে, তবে সবাই আমার জন্য দোয়া করিবেন যাতে পরবর্তী জীবন সুন্দর ভাবে সম্মানের সহিত কাটাতে পারি।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক (ডেপুটেড) মোস্তফা কামালকে ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :