ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ফেনী প্রতিনিধি: >>>

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষক পেয়ার আহমদ মজুমদার (৩২) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের সদর হাসপাতাল রোডস্থ ফেনী ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি’র (আইসিএসটি) হোস্টেলে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে কলেজ ক্যাম্পাস ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলেজ হোস্টেলের নিজ কক্ষে অসাবধানতা বসত বিদ্যুতের তার স্পর্শ করেন পেয়ার আহমদ মজুমদার। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পেয়ার আহাম্মদ ওই কলেজে দীর্ঘদিন ধরে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক তিনি।

আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিদ্যুৎস্পৃষ্টে পেয়ার আহাম্মদ মজুমদার নামে এই শিক্ষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :