সেন্ট্রাল পাবলিক স্কুলে কৃতি সংবর্ধনা ও জেএসসি পরীক্ষার্থীদের সফলতায় দোয়া

ফেনী শহরের শান্তি ধারা আবাসকি এলাকায় সেন্ট্রাল পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপাধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা রোটারিয়ান এম মামুনুর রশিদ।
শিক্ষক খুরশিদ আলম মাহাদীর সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর মো: কামরুজ্জামান ও আলমগীর কবির, শিক্ষার্থী সালাহউদ্দিন আইয়ুবী। অন্যান্যদের মধ্যে পরিচালক আলহাজ্ব এমদাদ উল্যাহ, সাজ্জাদ আহমেদ দোলন, রাবেয়া আক্তার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ ২ হাজার টাকা হারে প্রদান করা হয়। এছাড়া ২০১৭ শিক্ষাবর্ষের ৭৫ জন জেএসসি পরীক্ষার্থীর সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ২৫ জনকে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। দোয়া পরিচালনা করেন শান্তি কোম্পানী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মো: ইদ্রিছ।