নারায়ণগঞ্জে জেএসসি পরীক্ষায় গতবছরের প্রশ্নপত্র সরবরাহ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৭ এএম, ০২ নভেম্বর ২০১৭

জেএসসি পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে গত বছরের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, জেলা শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ১০ থেকে ১৫ শিক্ষার্থীকে ২০১৬ সালের প্রশ্নপত্র দেয়া হয়। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি, দায়িত্বরত শিক্ষকদের জানান। কিন্তু কক্ষ থেকে বের করে দেয়ার হুমকি দিয়ে তাদেরকে ওই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য করে শিক্ষকরা।

বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে, প্রায় এক ঘণ্টা পর প্রধান শিক্ষক শীতল চন্দ দে, পরীক্ষার্থীদের নতুন প্রশ্নপত্র সরবরাহ করেন। এতে পরীক্ষার ফল নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এক পরীক্ষার্থী বলে, ‘চল্লিশ মিনিট পার হয়ে গেছে তারপরে আমরা বলেছি যে, এটা ২০১৬ সালের তখন স্যার বলেছে যে তোমরা বেশি কথা বলো।’

আরেকজন বলেন, ‘গতবছরের প্রশ্নের কথা আমরা জানানোর পর স্যাররা বলেছেন, যেটা আছে সেটা লেখ। তারা আমাদের কথায় কোন কানই দেননি। এক ঘন্টা তো চলেই গিয়েছিলো। কিন্তু অতিরিক্ত সময় তো আর দেয়া হয়েনি।’

বিষয়টি তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী বলেন, ‘ভুলটা যার তাকে মাসুল দিতেই হবে। ঢাকা বোর্ডের সবজায়গায় একই প্রশ্নে পরীক্ষা হয়ে গেছে। পুনরায় পরীক্ষা নেয়াটা একটা জটিল প্রক্রিয়া। তারপরেও দেখা যাক, আমরা ডিসি স্যারের সঙ্গে কথা বলি। উনার পরামর্শ পাবার পর আমরা কাজ করতে পারবো।’

আপনার মতামত লিখুন :