ফেনীর সেন্ট্রাল পাবলিক স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও বিজ্ঞানাগার উদ্বোধন

বৃহস্পতিবার সকালে ফেনীর সেন্ট্রাল পাবলিক স্কুল প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী ও বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন. এন. জীবন, অত্র স্কুলের পরিচালক মোঃ নিজাম উদ্দিন, মোঃ সামছুদ্দিন, সাজ্জাদ আহমেদ দোলন, রাবেয়া আক্তার সহ অন্যান্য পরিচালকগণ।
সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান উদ্যোক্তা রোটারিয়ান এম মামুনুুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ফেনী পৌরসভার কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী ও সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন. এন. জীবন সহ অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ ৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ‘পুরস্কার’ প্রদান ও একটি বিজ্ঞানাগার কক্ষ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল পুরস্কার ও মেধা পুরস্কার, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারসহ অন্যান্য কয়েকটি পুরস্কার প্রদান করেন। স্কুলের উপাধ্যক্ষ জহির উদ্দিন বাবর, অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্কুলের মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর কামরুজ্জামান ও প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর আলমগীর কবির, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।