ফেনী জেলা প্রশাসনের আয়োজিত শিক্ষার্থী ডিসপ্লে প্রতিযোগীতায় সেন্ট্রাল পাবলিক স্কুল তৃতীয়

ফেনীতে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হল বিজয় দিবসের কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রতিযোগীতা।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রতিযোগীতার অানুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
শিক্ষার্থীদের ডিসপ্লে প্রতিযোগীতায় তৃতীয় স্থান অর্জন করে সেন্ট্রাল পাবলিক স্কুল, ফেনী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি.কে.এম এনামুল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার উক্য সিং, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমির হোসেন বাহার প্রমূখ উপস্থিত ছিলেন।