ফ্লোরিডার হাইস্কুলে গুলি, নিহত ১৭

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

বুধবারের এ ঘটনায় আরো অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে গুলিবর্ষণের এ ঘটনাটি ঘটে।

গুলিবর্ষণকারী ১৯ বছর বয়সী ওই সাবেক ছাত্রকে মেজরিটি স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। স্কুলটি মিয়ামি থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে।

পুলিশ স্কুলটিকে ঘিরে ফেলার পর আতঙ্কিত শত শত শিক্ষার্থী রাস্তা দিয়ে দৌঁড়ে পালায়।

ব্রওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল বলেছেন, “নিকোলাস ক্রুজই খুনি। সে ‍পুলিশ হেফাজতে আছে। এরমধ্যেই তার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলো খতিয়ে দেখতে শুরু করেছি আমরা।”

তিনি জানিয়েছেন, স্কুলটিতে প্রবেশের আগে বাইরে তিনজনকে খুন করে ক্রুজ, এরপর স্কুল ভবনের ভিতরে ঢুকে আরো ১২ জনকে খুন করে।

হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

২০১২ সালে কানেকটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের স্কুলগুলিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী গুলির ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

(বিস্তারিত আসছে)

আপনার মতামত লিখুন :