যুক্তরাষ্ট্রে এনএসএ দপ্তরের গেটে গাড়ির ধাক্কা, কয়েকজন আহত

সন্দেহভাজন তিনজনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছেন এনএসএ’র কর্মকর্তারা।
এক বিবৃতিতে এনএসএ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে এক ব্যক্তি কালো এসইউভি গাড়ি নিয়ে দপ্তরের সুরক্ষিত ফোর্ট মেইড ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালালে গোলাগুলি শুরু হয়।
তবে নিরাপত্তারক্ষীরা নাকি সন্দেহভাজন ওই ব্যক্তি গুলি ছুড়েছিল তা স্পষ্ট জানা যায়নি বলে জানিয়েছেন এনএসএ’র মুখপাত্র।
কর্মকর্তারা বলছেন, আহতরা গুলিবিদ্ধ হয়নি বলেই তাদের মনে হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা। তাদের একজন গাড়ির চালক, একজন বেসামরিক নাগরিক এবং একজন এনএসএ’র পুলিশ কর্মকর্তা।
কেন্দ্রীয় কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘটনাটি সন্ত্রাসী হামলার চেষ্টা বলে তারা মনে করছেন না।
স্থানীয় নিউজস্টেশন ডব্লিউটিওপি’ও তাদের খবরে বলেছে, এনএসএ গাড়িটির লক্ষ্য ছিল না।
খবরে বলা হয়েছে, খুব সম্ভবত গাড়িটি এনএসএ দপ্তরের বাইরের মজবুত কংক্রিট বেষ্টনীতে ধাক্কা খেয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ এফবিআই।