এক চীনের জন্য যুদ্ধের হুমকি চীনা প্রেসিডেন্টের

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৪ এএম, ২১ মার্চ ২০১৮

নিরঙ্কুশ ক্ষমতা পেয়েই যুদ্ধের হুমকি দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেশের পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশন মঞ্চে দাঁড়িয়ে মঙ্গলবার পরিষ্কারভাবে জানালেন, চীনকে বিশ্বের সর্বোচ্চ আসনে দেখতে চান তিনি। চীন মানে, ‘এক চীন’। আর বাইরে থেকে যারা সেই ঐক্য ভাঙতে চাইবে, তাদের বললেন— ‘‘চীনের সেনা তৈরি। এ বার তারাও তৈরি থাকুক রক্তক্ষয়ী যুদ্ধের জন্য।’’

নিছক বার্তা নয়, স্পষ্ট হুঁশিয়ারি। কিন্তু কাদের? খোলসা করেননি চীনা প্রেসিডেন্ট। তবে কূটনীতিকদের একাংশ বলছেন, এই হুঁশিয়ারি আদতে তাইওয়ানকে ঘিরেই। স্বশাসিত এই প্রদেশটি বহু দিন ধরেই চীন থেকে আলাদা হতে চাইছে। বেইজিংয়ের সন্দেহ, গোপনে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার চেষ্টাও চালিয়ে যাচ্ছে সেখানকার ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। এর মধ্যে আবার, আগুনে ঘি ঢেলেছে আমেরিকা। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর চড়া শুল্ক বসানোয় এমনিতেই তাদের উপর খাপ্পা বেইজিং। তার পর গত সপ্তাহেই মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি আইনে সই করেছেন, যার বলে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা দিব্যি তাইওয়ানে গিয়ে বৈঠক করে আসতে পারেন। চীন চটতে পারে ভেবেই, এর আগে কিন্তু প্রকাশ্যে বৈঠক করেনি তাইপেই-ওয়াশিংটন।

আপনার মতামত লিখুন :