পৃথিবীর ওপর আছড়ে পড়েছে চীনের মহাকাশ স্টেশন (স্যাটেলাইট)

অনলাইন ডেস্ক:
নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে পৃথিবীর ওপর আছড়ে পড়েছে চীনের মহাকাশ স্টেশন (স্যাটেলাইট)। তাহিতি উপকুলে ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে ছুটে এসে তিয়ানগং-১ নামের মহাকাশ স্থাপনাটি পৃথিবীর আবহাওয়ামণ্ডলে আঘাত হানে। নয় টন ওজনের এই স্থাপনাটি একটি স্কুল বাসের সমান বড়। বায়ুমণ্ডলে সেটি বিস্ফোরিত হয়ে প্রকাণ্ড আগুনের কুণ্ডলী তৈরি করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে মাত্র বেইজিংয়ের স্থানীয় সময় সোমবার সকাল ৮:১৫ টায় এই ঘটনা ঘটে। মহাকাশে নিয়ন্ত্রণ হারানোর পর তিয়ানগং-১ এ দুর্ঘটনায় পড়ে। তবে বিজ্ঞানীরা বলেছেন, এতে সাধারণের ক্ষতির খুব একটা আশঙ্কা নেই।
এর আগে মহাকাশে নিয়ন্ত্রণ হারানোর পর পর্যবেক্ষকরা ধারণা করতে পারছিলেন না এটি ঠিক পৃথিবীর কোন অংশে আঘাত হানবে। অবশেষে তা এসে পড়লো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জনবহুল এলাকায় না পড়ায় ক্ষয়-ক্ষতি এড়ানো গেছে বলেই মনে করছেন তারা।
চীনের মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ বলছে, স্পেস স্টেশনটি পুরোটাই পুড়ে গেছে। তবে এটির কাছাকাছি যেতে নিষেধ করে তারা জানিয়েছেন, স্থাপনাটিতে উচ্চমাত্রার বিষাক্ত রকেট ফুয়েল ব্যবহার করা হতো। এর সংস্পর্শে এলে কিংবা শ্বাস-প্রশ্বাসে তা ঢুকে পড়লে মানব দেহের ক্ষতি হবে।