মশা মারতে লো ফ্লাইং ইনসেক্ট ফাইটিং ড্রোন !
অনলাইন ডেস্কঃ>>>
বাংলাদেশে একটা প্রবাদ আছে। আর তা হলো মশা মারতে কামান দাগা। এর অর্থ হলো খুব ছোটখাট বিষয় নিয়ে আহা মরি মাতামাতি করা।
তবে এ প্রবাদটি অন্তর্নিহিত অর্থ বোঝাতে ব্যবহৃত হলেও এবার যেন এ প্রবাদের অন্তর্নিহিত অর্থ থাকছে না। এবার মশা মারতে কামান নয়, ড্রোন ব্যবহার করা হবে। আর এ উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কর্তৃপক্ষ।
রাজ্যটি মশা মারতে মৃদু গতিতে উড়তে পারা এক ধরনের ড্রোন ব্যবহার করবে। এর নাম দেয়া হয়েছে লো ফ্লাইং ইনসেক্ট ফাইটিং ড্রোন।
ড্রোনটির ওজন হবে ১৫ হাজার পাউন্ড অর্থাৎ ৬৮০ কেজি। বর্তমান আইন অনুযায়ী এই ড্রোন ওড়ানো সম্ভব না, তবে নতুন ফেডারেল কর্মসূচির আওতায় ড্রোনটি রাতে কম উচ্চতায় উড়তে পারবে।
কবে, কীভাবে বিশাল আকারের এই ড্রোন পরিচালনা করা হবে– তা এখনও প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করতে এবং সমস্যা নির্ণয় করতে কর্তৃপক্ষ ইতোমধ্যে হেলিকপ্টার ও ছোট বিমান ব্যবহার করেছে।
জেলা মশা নিয়ন্ত্রণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এরিক জ্যাকসন সিএনবিসিকে জানান, যতদূর সম্ভব এই ড্রোন অধিকতর পর্যবেক্ষণ ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসা কাজে ব্যবহার করা হবে।
ফ্লোরিডা রাজ্যে অসংখ্য গরান বৃক্ষ রয়েছে। এ গরান বৃক্ষের এ বনভূমিই মশার বংশবিস্তারের আদর্শ জায়গা। জ্যাকসন বলেন, আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্ভাবনী ও দক্ষ হবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটি যেন যথেষ্ট নিরাপদে ব্যবহার উপযোগী করা যায় সে চেষ্টাও আমরা করছি।



