প্রথমবারের মতো মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ>>>
একটি কন্যা শিশুর জন্ম দিয়ে প্রথমবারের মতো মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি গত বৃহস্পতিবার জন্ম নেওয়া কন্যা সন্তানের একটি ছবিও দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৩৭ বছর বয়সী আর্ডেনই হচ্ছেন দেশটির সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী।
সংসদ নির্বাচনে তার দল লেবার পার্টি দ্বিতীয় হয়েছিল। কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে গত অক্টোবরে নতুন সরকার গঠন করেন নিউজিল্যান্ডের তৃতীয় এ নারী প্রধানমন্ত্রী।
আর্ডেন হলেন দেশটির ইতিহাসের প্রথম নারী, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দিলেন।
স্বাগতম আমাদের উই ওয়ান গ্রামে। পৌনে পাঁচটার সময় পৃথিবীতে আসা তিন দশমিক ৩১ কেজি ওজনের স্বাস্থ্যবান কন্যা পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছি।
আমরা সবাই সত্যিই চমৎকার কাজ করেছি। অকল্যান্ড সিটি হাসপাতালের অসাধারণ দলটিকেও ধন্যবাদ। সদ্য জন্ম নেওয়া মেয়ের ছবি দিয়ে ইন্সটাগ্রামে লেখেন আর্ডেন।
ছবিতে তার সঙ্গে জীবনসঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডকেও পশমি কম্বলে পেঁচানো সন্তানকে ধরে রাখতে দেখা গেছে। আর্ডেন যে ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন, উপ–প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স সে সময়টাতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে আগেই জানানো হয়েছিল।



