৮৯ ক্যারেটের ‘হলুদ হীরা’র সন্ধান

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৭ পিএম, ০৫ জুলাই ২০১৮

জিএস অনলাইন:>>>

আফ্রিকার ছোট দেশ লেসোথোর মোথেরের খনি থেকে ৮৯ ক্যারেট ওজেন একটি হলুদ হিরের সন্ধান পাওয়া যায়। তার বাজারমূল্যে অন্তত ১ কোটি পাউন্ডের মত।

জানা গেছে, লুকপা নামটি একটি বেসরকারী সংস্থার সাথে যৌথভাবে মোটাতে কেম্বারলাইট এলাকায় খননকাজ শুরু লেসলথো সরকার। শুরুতে সাফল্য মিলিত সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজন হিরের সন্ধান পাওয়া যায়। এবার দক্ষিণ-পূর্ব জোন ৮৯ ক্যারেট ওজনে লদুদ হিরের সন্ধান পাওয়া যায়।

প্রাপ্ত হীরাটি ৭০ শতাংশের অংশীদার লুকপা নামধারী বেসরকারী প্রতিষ্ঠান। বাকি ৩০ শতাংশ সরকার

প্রসঙ্গক্রমে, ১৯৬৬ সালে ব্রিটেনের স্বাধীনতা অর্জন করে লেসোথো।

উল্লেখ্য, হিরার খনি দেশ হিসাবে পরিচিত দক্ষিণ আফ্রিকা ১৯০৫ সালে সেদেশে ৩,১০৬ ক্যারেট ওজন মজুদ হীরা খুঁজে পেয়েছেন সের থমাস কাল্লিনাম। সেটি কাটিং করে দুইটি হীরা পাওয়া যায়। তারা এখন ব্রিটিশ রাজমুকুতে স্থান পেয়েছে

আপনার মতামত লিখুন :