২৪ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের সাথে বৈঠকের সিদ্ধান্ত বদল করল ভারত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ

দীর্ঘদিন পর ভারত-পাকিস্তানের বৈঠক আলোচনার মুখ দেখতে চেয়েও বৈঠকটি এখন আর হচ্ছে না। পাকিস্তানের সঙ্গে বৈঠক হবে, এমন ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার সিদ্ধান্ত বদল করল ভারত। শুক্রবার কাশ্মীরে তিন ভারতীয় পুলিশের লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।

 

 

এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার পাকিস্তানের সঙ্গে ভারতের সম্ভাব্য বৈঠকের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক সভার ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মধ্যে বৈঠক হবে।

 

 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রবীশ কুমার বলেন, ‘ইমরানের চিঠি পেয়ে আমরা মনে করেছিলাম  পাকিস্তান ইতিবাচক পথে হাঁটতে যাচ্ছে, নতুন কিছু শুরু হবে। কিন্তু না, এখন দেখছি ওই প্রস্তাবের পেছনে আসলে পাকিস্তানের অসৎ উদ্দেশ্য রয়েছে।’

 

 

প্রসঙ্গত, ইমরার খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চিঠি লিখে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই চিঠিতে বলেছেন, সুসম্পর্ক রক্ষার একমাত্র উপায় গঠনমূলক আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন।

অবশ্য চিঠির উত্তরে ইমরানও চিঠি লিখেন, তাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের এই প্রস্তাব দেওয়া হয়েছিলো।

আপনার মতামত লিখুন :